চলমান পরিস্থিতিতে দুর্নীতি আড়াল করতেই স্বাস্থ্যখাতে রদবদল হচ্ছে,বিশেষজ্ঞদের ধারণা । 439 0
চলমান পরিস্থিতিতে দুর্নীতি আড়াল করতেই স্বাস্থ্যখাতে রদবদল হচ্ছে,বিশেষজ্ঞদের ধারণা ।
আলমগীর কবীর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের রদবদলে স্বাস্থ্যখাতে এখন পরিবর্তনের হাওয়া। প্রশ্ন উঠেছে এই বদলি আর পদত্যাগেই কি সমাধান? বিশেষজ্ঞরা বলছেন, রদবদলের পাশাপাশি এই খাতকে যারা খাদের কিনারে নিয়েছে তাদের চিহ্নিত করা জরুরি।আর এসব সিন্ডিকেট ও তাদের প্রশ্রয়দাতাদের সমূলে বিনাশ করলেই শতভাগ সুফল মিলবে।অধিদপ্তর থেকে মন্ত্রণালয়, স্বাস্থ্য খাতে বইছে পরিবর্তনের হাওয়া। জুনে মন্ত্রণালয়ে হয়েছে বেশ কিছু রদবদল।পাহাড়সমান অভিযোগ নিয়ে সরে যেতে একরকম বাধ্য হয়েছেন ডিজি আবুল কালাম আজাদ। এরই মধ্য এসেছেন নতুন মহাপরিচালক।নানা অভিযোগে অভিযুক্ত হাসপাতাল শাখায়ও এসেছে পরিবর্তন। এরই মধ্যে আভাস এসেছে এই তালিকা আরো দীর্ঘ হওয়ার।তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে পরিবর্তনেই কি বদলে যাবে সব?বিশ্লেষকরা বলছেন, এই রদবদলগুলো সবসময় শুধুমাত্র বিরাজমান অনিয়মগুলো ধামাচাপা দেওয়ার জন্যএবং দুর্নীতিতে যারা পরিচিতি পেয়েছেন তাদেরকে আড়াল করতেই ব্যবহৃত হয়েছে।অনেক সময় এ পরিবর্তনগুলো অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য করা হয়।বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে এসে স্বাস্থ্যখাতের যে বেহাল দশা সামনে এসেছে তা দীর্ঘদিনের।তাই সুফল পেতে যেতে হবে গোড়ায়। শুধু ব্যক্তি নয় পরিবর্তন দরকার পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনায়।বিশ্লেষকরা বলছেন, এই ক্ষমতার একটা বিন্যাস এটার পরিবর্তন আনতে হবে।
দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন করে সেখানে সৎ আর যোগ্য ব্যক্তিকে আনতে হবে।যিনি উপর থেকে ফোন আসলেও নিজের দায়িত্বে অনড় থাকতে পারেন।এছাড়া জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মত তাদের।